Logo

প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৪, ০৩:০৯
প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

প্রথম পর্বের মৌখিক পরীক্ষা আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শবিবার (১৩ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, প্রথম পর্বের মৌখিক পরীক্ষা আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে মৌখিক পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রথম ধাপে (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলা) পরীক্ষা দিতে তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। গত ৮ ডিসেম্বর এই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে ৯ হাজার ৩৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, দ্বিতীয় ধাপের (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগ) পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ধাপে চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী আবেদন করেছেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD