বিয়ের পিঁড়িতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:০৫ পিএম, ১৩ই জানুয়ারী ২০২৪

দীর্ঘ এক দশকের প্রেমের পর পার্টনার ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান। দী
শনিবার (১৩ জানুয়ারি) এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছে বিবিসি।
জেসিন্ডার মুখপাত্রের বরাতে বিবিসি জানায়, শনিবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি উপকূলীয় এলাকায় জেসিন্ডা ও গেফোর্ডের বিয়ের অনুষ্ঠান হয়। তাদের বিয়েতে ৭৫ জনের মতো অতিথি ছিলেন।
আরও পড়ুন: ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে প্রাণ ফিরল মৃত ব্যক্তির!
এর আগে ২০১৯ সালের মে মাসে বাগদান সম্পন্ন হলেও করোনা মহামারির কারণে তাদের বিয়ে আটকে যায়।
২০১৭ থেকে গেল বছরের জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জেসিন্ডা। এ সময় তিনি বাম ধারার রাজনীতি ও নারী নেতৃত্বের জন্য বিশ্ব আইকনে পরিণত হন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০১৮ সালের ২১ জুন তিনি কন্যা সন্তানের জন্ম দেন।
আরও পড়ুন: বেকারত্বের হতাশায় স্ত্রীকে কুপিয়ে হত্যা
প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে গত ৬ মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৩টি ফেলোশিপ করছেন জেসিন্ডা। বর্তমানে তিনি প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজের একজন ট্রাস্টি এবং ক্রাইস্টচার্চ কলের বিশেষ দূত।
জেবি/এসবি