যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪
জামালপুরের সরিষাবাড়ি অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লি: গ্যাস সংকটের কারণে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার পরে কারখানাটির উৎপাদন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।
যমুনা সার কারখানা প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল। কয়েক বছর ধরে গ্যাসের চাপ ও মেশিনারি স্কুটির কারণে তা কমে ১ হাজার থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছিল।
আরও পড়ুন: আশুগঞ্জে আধুনিক ও ভোলায় নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা
জানা যায়, নানাবিধ সমস্যার কারণে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) প্রতিবছর দু-একবার কারখানা বন্ধ রাখে।
আরও পড়ুন: ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেলোয়ার হোসেন জানান, চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকাই সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে ইউরিয়া ও অ্যামনিয়া উৎপাদন বন্ধ করে দেয়া হয়। গ্যাসের চাহিদা স্বাভাবিক হলে কারখানাটি চালু করা হবে। তবে কবে নাগাদ কারখানাটি উৎপাদনে যাবে তা তিনি বলতে পারেননি।
জেবি/এসবি