Logo

বিফ ক্যাপসিকাম ফ্রাই তৈরির সহজ রেসিপি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৭
78Shares
বিফ ক্যাপসিকাম ফ্রাই তৈরির সহজ রেসিপি
ছবি: সংগৃহীত

তবে চলুন জেনে নেওয়া যাক বিফ ক্যাপসিকাম তৈরির সহজ রেসিপি

বিজ্ঞাপন

গরুর মাংস দিয়ে ঝটপট সুস্বাদু কিছু বানাতে চাইলে বেছে নিতে পারেন বিফ ক্যাপসিকাম ফ্রাই। এটি ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে খেতে বেশ চমৎকার লাগে। নিজেদের জন্য কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন বিশেষ এই পদটি। খুব সহজেই বিফ ক্যাপসিকাম ফ্রাই তৈরি করা যায়। আবার এটা তৈরির জন্য উপকরণও খুব বেশি প্রয়োজন হয় না। তবে চলুন জেনে নেওয়া যাক বিফ ক্যাপসিকাম তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গরুর মাংস ছোট ছোট টুকরা করা- ২ কাপ

ক্যাপসিকাম কিউব- ১টি

পেঁয়াজ কিউব- ১ কাপ

বিজ্ঞাপন

রসুন বাটা- আধা চা চামচ

আদা বাটা- আধা চা চামচ

টমেটো সস- আধা কাপ

বিজ্ঞাপন

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

লবণ- স্বাদমতো

তেল- আধা কাপ

বিজ্ঞাপন

চিনি- সামান্য পরিমাণ

শুকনো মরিচ- ২-৩টি

সয়াসস- ১ টেবিল চামচ।

বিজ্ঞাপন

যেভাবে রান্না করবেন

বিজ্ঞাপন

প্রথমত গরুর মাংস আদা, রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ হয়ে গেলে মাংস নামিয়ে নিন। এবার অন্য একটি প্যানে তেল দিয়ে গরম করে নিন। গরম হয়ে এলে এতে শুকনো মরিচ দিয়ে ভাজতে হবে। এরপর বাকি সব উপকরণ দিয়ে ভালো করে ভাজতে হবে। ঠিক যে সময় ভাজা ভাজা হয়ে আসবে তখন পাত্রে নমিয়ে পরিবেশন করতে হবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD