এই মুহূর্তে বলতে পারব না আসলে কোনটা সত্য: নৌপ্রতিমন্ত্রী

বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে এক প্রশ্নের উত্তরে গণমাধ্যমকর্মীদে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তদন্ত প্রতিবেদন ছাড়া মানিকগঞ্জের পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে এক প্রশ্নের উত্তরে গণমাধ্যমকর্মীদে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, “প্রাথমিকভাবে আমাকে বলা হয়েছে, ওখানে ফেরি নোঙর করা ছিল, বাল্কহেড ধাক্কা দিয়েছে। আমি এই মুহূর্তে বলতে পারব না আসলে কোনটা সত্য। তদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না কোনটা সত্য। এখানে অন্য কোনো দুর্বলতা বা অন্য কোনো ঘটনা আছে কি না, এর মধ্যে বলতে পারি না। তবে প্রাথমিকভাবে বলা হয়েছে, বাল্কহেডের ধাক্কায় ঘটনাটি ঘটেছে। ওটা নোঙর করা ছিল ঘাটের খুব কাছাকাছি।”
বিজ্ঞাপন
এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ‘রজনীগন্ধা’ ডুবে যাওয়ার ঘটনায় ৫ সদসেদ্যর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আগামী ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, বুধবার মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীরে ভেড়ার সময় রজনীগন্ধা নামের ফেরি ডুবি গেছে। এদিন সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জেবি/এসবি