ব্রিটেনের রাজকুমারী কেট মিডলটন হাসপাতালে ভর্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪
হাসপাতালে ভর্তি হয়েছেন রাজা চার্লসের জ্যেষ্ঠপুত্র যুবরাজ উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন এলিজাবেথ মিডলটন (কেট মিডলটন)।
বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে জানানো হয়, কেটের পেটে একটি অস্ত্রোপচার হয়েছে। এ কারণে রাজকুমারী কেটকে ১৪ দিনের জন্য হাসপাতালে থাকতে হবে। খবর বিবিসির।
বাকিংহাম রাজপ্রাসাদ সূত্রে মাধ্যমে জনা যায়, স্থানীয় সময় গত মঙ্গলবার ( ১৬ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেট মিডলটন।
আরও পড়ুন: কাতারের মধ্যস্থতায় ওষুধ পৌঁছালো গাজায়
কি সমস্যা হয়েছে তা স্পষ্ট করে না জানালেও সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে তারা। এ সময় ক্লিনিকের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে অস্ত্রপচারের সময় সঙ্গে স্বামী যুবরাজ উইলিয়াম উপস্থিত থাকতে পারেননি বলে সূত্রের খবরে বলা হয়েছে। কেটের ৩ সন্তানকেও নিয়মমাফিক স্কুলে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরাইল
কেটের এই অস্ত্রোপচার পূর্বপরিকল্পিত বলে জানা গেছে। আগে থেকেই অস্ত্রোপচারের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, কেটকে অন্তত ১০ পর্যবেক্ষণে রাখা হতে পারে। শারীরিক পরিস্থিতি ওপর নির্ভর করে সেটা ১৪ দিনও হতে পারে।
জেবি/এসবি