প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪


প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ফাইল ছবি।

আসামে আলিঙ্গন অবস্থায় প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) সকালে মাছ ধরতে যাওয়া গ্রামবাসীদের চোখে পড়লে গন্ধীয়া গ্রামরক্ষি বাহিনীকে জানান।


আরও পড়ুন: কাতারের মধ্যস্থতায় ওষুধ পৌঁছালো গাজায়


জানা যায়, মধুপুর চা বাগানের ১নং লাইনের বিক্রম মুরা (১৬) এবং গান্ধওয়া মাল (১৬) কিশোর কিশোরীর মরদেহ একই সঙ্গে ঝুলন্ত উদ্ধার করা হয়। 


ধেমাজি থানার অন্তগর্ত বর আজুহার মাঠের মাঝখানে একটি গাছে ঝুলে আত্মহত্যা করেছে তারা। ভিডিপি সভাপতি তিলেশ্বর শইকিয়া উপস্থিত হয়ে পুলিশকে খবর দেন। 


কি কারণে আলিঙ্গন করতে গিয়ে ২ জনে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। 


আরএক্স/