ঘাটাইলে কলেজছাত্র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪
টাঙ্গাইলের ঘাটাইলে খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে কলেজছাত্র রিফাত হত্যার একমাস অতিবাহিত হলেও এখনও গ্রেফতার হয়নি কোনো আসামি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে উপজেলার ধলাপাড়া-পেচার আটা আঞ্চলিক সড়কে মানববন্ধন করেছে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী।
আরও পড়ুন: সাংসদ আমানুর রহমানকে গণ সংবর্ধনায় হাজারো মানুষের ঢল
মানববন্ধনে বক্তব্য রাখেন, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, ধলাপাড়া কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইফাত তালুকদার হত্যার একমাস পার হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।
এর আগে, ১৯ ডিসেম্বর বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রিফাতের মৃত্যু হয়। রিফাত তালুকদার উপজেলার শরাশাক গ্রামের হেলাল তালুকদারের ছেলে। পরিবারের অভিযোগে মামলা হলেও আসামিদের গ্রেফতারে গড়িমসি করছে পুলিশ।
মামলার বিবরণ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শরাশাক গ্রামের স্থানীয় আব্দুল লতিফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে খেলতে যান রিফাত। খেলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মো. রবিন ও তার অন্যান্য সঙ্গীদের সঙ্গে। কথা না বাড়িয়ে স্কুল মাঠ থেকে চলে আসেন রিফাত। স্কুলের পাশেই এক দোকানে বসে সে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন শরাশাক গ্রামের কাদের মন্ডলের ছেলে মো. রবিন (২৬), মো. আবিদ (২২), মো. আজমীর ও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শাহপরান (২০)।
নিহত রিফাত তালুদারের চাচা শাহাদৎ হোসেন তালুকদার বলেন, রিফাতকে পিটিয়ে গুরুতর আহত করে তারা ঘটনাস্থল থেকে চলে আসার সময় রাস্তায় রিফাতের ভাই ইমন ও আব্দুল্লাহর ওপর হামলায় চালায়। আব্দুল্লাহর মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক ইমন তালুকদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেও রিফাত ও আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। টাঙ্গাইল হাসপাতালে রিফাতের অবস্থার অবনতি হলে শনিবার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। মেডিকেলের আইসিওতে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন রিফাত। এদিকে ঘটনার দিন শুক্রবার রাতে ঘাটাইল থানায় নিহত রিফাতের ভাই ইমন তালুকদার বাদী হয়ে মামলা করেন।
আরও পড়ুন: ঘাটাইলে চোর ধরতে গিয়ে ব্যবসায়ী নিহত
রিফাতের চাচা শাহাদৎ হোসেন তালুকদার আরও জানান, আসামিরা এলাকায়ই ঘুরে বেড়াচ্ছেন। আর আসামিদের বাবা কাদের মন্ডল এলাকায় বলে বেড়াচ্ছেন টাকার পুতের মরণ নাই যদি না নেয় জমে। পুলিশেরে টাকা দিয়া আইছি লাগলে আরও দিমু।
শাহাদাৎ হোসেনের অভিযোগ মামলা করার পর পুলিশ একবার গিয়েছিল। তারপর আর যায়নি।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় শুক্রবার মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার বিকেলে ঘটনার সঙ্গে জড়িত জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে।
আরএক্স/