এয়ার টিকিট পেলেন ইবিএল ক্যাম্পেইন বিজয়ীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এবং দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলাকালে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ভিসা কার্ড ব্যবহার করে সর্বোচ্চ লেনদেনকারী গ্রাহকদের ব্যাংকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। মোট ১৪ জন বিজয়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ভ্রমণের জন্য রিটার্ন এয়ার টিকিট লাভ করেছেন।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ্ চৌধুরী আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন: ইবিএল-পিকাবু পেরোল ব্যাংকিং চুক্তি
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ ক্যাম্পেইন চলাকালে ইবিএল গ্রাহকদের প্রতি সপ্তাহে ডিসকাউন্ট ভাউচার ও এয়ার টিকিট জিতে নেবার সুযোগ প্রদান করা হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক লেনদেনকারী ১০ জন কার্ডধারী আড়ং এবং দারাজের ডিসকাউন্ট ভাউচার জিতে নেবার সুযোগ পান। পুরো ক্যাম্পেইন কালে সর্বোচ্চ পরিমান লেনদেনকারী গ্রাহকদের সিঙ্গাপুর, নেপাল এবং কলকাতার রিটার্ণ এয়ার টিকিট প্রদান করা হয়। অন্যদিকে, পরবর্তী ৮ জন সর্বোচ্চ লেনদেনকারীকে দেয়া হয় কক্সবাজার ভ্রমণের জন্য রিটার্ণ এয়ার টিকিট।
আরও পড়ুন: ইবিএল- ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল চুক্তি
দারাজ ১১.১১ ক্যাম্পেইনটি বছরের বৃহত্তম সেল হিসেবে অত্যন্ত প্রতীক্ষিত ও জনপ্রিয় একটি ইকমার্স ক্যাম্পেইন হিসেবে বিবেচিত। ২০২৩ সালে ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ লেনদেনকারী ৩ জন ইবিএল কার্ডধারী পুরস্কার হিসেবে সিঙ্গাপুর, নেপাল এবং কলকাতার রিটার্ণ এয়ার টিকিট লাভ করেছেন।
আরএক্স/