শিক্ষার্থীর গবেষণা চুরির দায়ে পদত্যাগ করলেন নরওয়ের শিক্ষামন্ত্রী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪


শিক্ষার্থীর গবেষণা চুরির দায়ে পদত্যাগ করলেন নরওয়ের শিক্ষামন্ত্রী
নরওয়ের শিক্ষামন্ত্রী - ফাইল ছবি

শিক্ষার্থীর গবেষণাকর্ম চুরির দায়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ।


শুক্রবার (১৯ জানুয়ারি) চৌর্যবৃত্তির দায় মাথায় নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। 

জানা যায়, স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধে দুজন শিক্ষার্থীর গবেষণাকর্ম থেকে চুরির অভিযোগ ওঠে ৩৫ বছর বয়সী স্যান্ড্রা বোর্চের বিরুদ্ধে। পরে শুক্রবার তড়িঘড়ি করে প্রেস কনফারেন্সের আয়োজন করেন তিনি। সেখানে তিনি বলেন, ‘আমি একটি বড় ভুল করেছি। আমি ক্রেডিট না দিয়েই অন্যজনের গবেষণাকাজ ব্যবহার করেছি। এ জন্য আমি দুঃখিত।’


আরও পড়ুন: চীনে স্কুলের ছাত্রাবাসে আগুনে প্রাণ গেল ১৩ জনের


শিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চের চৌর্যবৃত্তির বিষয়টি নিয়ে নরওয়ের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে ট্রমসো ইউনিভার্সিটিতে তেল শিল্পে নিরাপত্তাবিষয়ক বিধিবিধানের ওপর গবেষণা করেন বোর্চ। তার করা স্নাতকোত্তরের গবেষণামূলক এই প্রবন্ধের সঙ্গে দু’জন শিক্ষার্থীর গবেষণাকর্মের হুবহু মিল পাওয়া যায়। এমনকি তাদের করা ভুলগুলো পর্যন্ত নিজের গবেষণায় ব্যবহার করেন মন্ত্রী। তবে তাদের কোনও ক্রেডিট দেওয়া হয়নি।


আরও পড়ুন: হংকংয়ে গলায় দুধ আটকে শিশুর মৃত্যু


স্যান্ড্রা বোর্চ নরওয়ের সেন্টারে পার্টির উপনেতা। গেল বছর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সূত্র: এনডিটিভি, ব্যারন’স, এএফপি


জেবি/এসবি