ভারতীয় শিবিরে মারুফের জোড়া আঘাত


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪


ভারতীয় শিবিরে মারুফের জোড়া আঘাত
ছবি: সংগৃহীত

পেসার মারুফ মৃধার তাণ্ডবে ৮ ওভারের মধ্যেই জোড়া উইকেট হারিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কুরকার্নির পর মুশিরের উইকেটও তুলে নিয়েছেন যুবাদের টাইগার এই পেসার। আর এতে ৩১ রানেই দুই উইকেট হারিয়েছে ভারতীয় শিবির। শিবলির হাতে ক্যাচ দিয়ে মাত্র ৩ রানে ফিরেছেন ভারতীয় টপ-অর্ডার এই ব্যাটার।


বিশ্বকাপে শিরোপা জেতার মিশনে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দাপট দেখিয়ে ইনিংসের চতুর্থ ওভারেই ভারতীয় ওপেনার আশিস কুলকারনির উইকেট তুলে নিয়েছেন মারুফ মৃধা। শিবলির হাতে ক্যাচ দিয়ে ১৭ বলে মাত্র ৭ রানে ফিরেছেন ভারতীয় এই ওপেনার। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুবা টাইগারদের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।


আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠছে আজ, টাইগারদের খেলা যেদিন


বাংলাদেশের একাদশ- শিবলী, জিসান, আরিফুল, আহরার, রিজওয়ান, জেমস, মাহফুজুর, জীবন, বর্ষণ, ইমন ও মারুফ।


ভারতের একাদশ- আদর্শ, কুলকার্নি, মুশির, ধস, সাহারান (সি), মোলিয়া, অবনীশ (উক), লিম্বানি, অভিষেক, তিওয়ারি ও পান্ডে।


এমএল/