হানিফ ফ্লাইওভারে উল্টে গেল বাস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪


হানিফ ফ্লাইওভারে উল্টে গেল বাস
ছবি: সংগৃহীত

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে একুশে পরিবহনের একটি উল্টে গেছে। এতে বাসটির চালক আহত হয়েছেন।


শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ফ্লাইওভারের সায়েদাবাদ টোল প্লাজার অবকাঠামোতে ধাক্কা লেগে উল্টে যায়।


জানা গেছে, সায়েদাবাদ টোল প্লাজার কাছাকাছি আসলে বাসটি ব্রেকফেল করে টোল প্লাজার অবকাঠামোতে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসচালক হাতে প্রচণ্ড আঘাত পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।


আরও পড়ুন: চকবাজারের আগুন নিয়ন্ত্রণে


একুশে পরিবহনের এক কর্মী জানিয়েছেন, “বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুপুর ২টার কিছু আগে বাসটি শনিরআখড়ার একটি গ্যারেজ থেকে মেরামত শেষে বাস টার্মিনালের দিকে নেওয়া হচ্ছিল।”


আরও পড়ুন: শনিবার থেকে উত্তরা-মতিঝিল রাত পর্যন্ত চলবে মেট্রোরেল


টোল প্লাজা সূত্রে জানা যায়, দুর্ঘটনার কারণে টোল প্লাজার চার লেনের একটি লেন বন্ধ হয়ে যায়। বাকি ৩টি লেন দিয়ে যানবাহন পারাপার হতে থাকে। ২ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পরে বিকেল ৪টার দিকে রেকার দিয়ে বাসটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।


জেবি/এসবি