হঠাৎ মেট্রোরেলের লাইনে পড়ে গেল শিশু, বাঁচাতে মায়ের ঝাঁপ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪
দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে মেট্রোরেলে ট্রাকে পড়ে যায় এক শিশু। ওই শিশুকে বাঁচাতে ফিল্মি কায়দায় মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে মৃত্যুর মুখ থেকে নিজের সন্তানকে বাঁচিয়েও আনলেন মা!।
ঘটনাটি ঘটেছে ভারতের পুণের সিভিল কোর্ট মেট্রো স্টেশনে। পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশিসহ আটক ৫৬১
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেট্রোর প্ল্যাটফর্মে দৌড়াতে দৌড়াতে হঠাৎ রেলের ট্র্যাকে পড়ে যায় এক নাবালক। সন্তানকে বাঁচাতে দৌড়ে এসে লাইনে ঝাঁপ দেন মা-ও। প্ল্যাটফর্ম চত্বরজুড়ে গেল গেল রব উঠতেই দৌড়ে আসেন নিরাপত্তারক্ষী।
আরও পড়ুন: শিক্ষার্থীর গবেষণা চুরির দায়ে পদত্যাগ করলেন নরওয়ের শিক্ষামন্ত্রী
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হঠাৎ ট্রাকে পড়ে শিশুটি, এরপরই নিরাপত্তারক্ষীরা ছুটে আসা ট্রেনটি থামানোর চেষ্টা করেন। এর ফলে মাত্র ৩০ মিটার দূরে থেমে যায় মেট্রোরেলটি। পরে মা ও সন্তান, দু’জনকেই টেনে ওপরে তুলে আনা হয়।
জেবি/এসবি