মধুর গুণ ভালো করে জানুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মধুর গুণ ভালো করে জানুন

মধু খাওয়া যায় নানা উপায়ে। কেউ হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মধু মিশিয়ে খান, কেউ খান চায়ের সঙ্গে। স্বাস্থ্যকর যেকোনো উপায়ে খেলেই পাবেন উপকার। মুখের ভাষা মধুর মতো হবে বলে অনেকে শিশুর মুখে মধু দেন যদিও এর কোনো ভিত্তি নেই এবং শিশুর বয়স এক বছর হওয়ার আগে কোনোভাবেই তাকে মধু খেতে দেওয়া ঠিক নয় কিন্তু মধু যে আমাদের জন্য ভীষণ উপকারীএকথা তো মিথ্যা নয়মধুর গুণ সংখ্যায় কিন্তু কম নয়বরং অসংখ্য এটি খেলে উপকার মেলে সেইসঙ্গে ত্বক  চুলের জন্যও ভীষণ উপকারী

মধুর অসংখ্য গুণের মধ্যে কয়েকটি সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-

 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

 

করোনা মহামারির সময়েই আমরা ভালো করে জেনে গেছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা আমাদের জন্য কতটা জরুরি। আর এই কাজে সাহায্য করতে পারে মধু।

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়