রিজয়ানকে খোঁচা দিলেন আমির


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪


রিজয়ানকে খোঁচা দিলেন আমির
মোহাম্মদ আমির | ফাইল ছবি

বাবর-রিজওয়ান জুটি বেশ লম্বা সময় ধরে টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে ওপেনিং করতে নামেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হয়ে যাওয়া সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সাবেক অধিনায়ক বাবরকে সরিয়ে দেওয়া হয়েছে ওপেনিং থেকে। এই অভিজ্ঞ ব্যাটার খেলেছেন ওয়ান ডাউন পজিশনে।


ব্যাটিং অর্ডারের এমন পরিবর্তনেও কোন ফল আসেনি দলের। কোনো ম্যাচেই দলকে ভালো সংগ্রহ করে দিতে পারেনি রিজওয়ান-সাইয়িম আইয়ুব জুটি। আর যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সের ওপরও। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে শাহিন আফ্রিদির দল।


আরও পড়ুন: যে কারণে শোয়েবকে ডিভোর্স দেন সানিয়া মির্জা 


ওপেনিং জুটিতে পরিবর্তন প্রসঙ্গে ব্যাটার রিজওয়ান বলেছিলেন ‘আপনি বলতে পারেন, এটা (উদ্বোধনী জুটি ভাঙা) পাকিস্তানকে আঘাত করেছে। ওপেনিং জুটির বিষয়ে আমরা ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন এবং হাফিজ ভাইয়ের সাথেও আলোচনা  করেছি। আমি শুধু এটুকুই বলতে পারি, বাবর ভাইয়ের মন বিশাল বড়। আমরা দুজনই সম্মত হয়েছি যে, কোনো প্রকার সমস্যা নেই, ম্যানেজমেন্ট ভাল করার চেষ্টা করতে চায়, আর তাদেরও পরীক্ষা করা উচিত।’


রিজওয়ানের এমন মন্তব্য সহজ ভাবে নিতে পারেননি তারকা পেসার মোহাম্মদ আমির। নিজের 'এক্স' সোশ্যাল একাউন্টে রিজওয়ানকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে একটি পোষ্ট করেন দলটির সাবেক এই পেসার। যেখানে নাম উল্লেখ না করে 'ভাইজান' সম্বোধন করেন মোহাম্মদ আমির।


আরও পড়ুন: বিফলে গেল মোহাম্মদ রিজওয়ানের একার লড়াই


নিজের 'এক্স' একাউন্টে তিনি উর্দুতে বলেন, ‘ভাই, আপনি চার বছর ধরে মজা করেছেন। তরুণরা চার ম্যাচে ব্যর্থ হলে তেমন কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আপনি যখন নতুন কিছু করার জন্য চেষ্টা করবেন, তখন আপনাকে তাদের একটু সময় দিতে হবে। আর এটা খুবই সহজ বিষয়।’


এমএল/