বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযানে ১২০ বিঘা জমি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নতুন চরচাষীতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)।
অভিযানে নদীর তীরভূমি উদ্ধার, কয়েকটি প্রতিষ্ঠানের দখলে থাকা অবৈধ উচ্ছেদের পাশাপাশি জরিমানা আদায় করে সংস্থাটি। নিবাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে সোমবার সকল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, বিআইডব্লিউটিএ উপ-পরিচালক শরিফুল ইসলাম ও গজারিয়া থানার ওসিসহ অন্যান্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৮
জানা যায়, পুলিশ সদস্যদের উপস্থিতিতে সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। প্যাসিফিক জিন্স গার্মেন্টস ফ্যাক্টরির একতলা ষ্টীল স্ট্রাকচারাল বিল্ডিংয়ের ৪০০ ফুট অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। গ্রামবাংলা এনপিকে ফর্টিলেজার কারখানার সামনের ২০০ ফুটের সীমানা প্রাচীর ভেঙে দেয়া হয়েছে।
এছাড়াও বল্লি পাইলিং এবং আরসিসি খুটিসহ ২০০ ফুট বালির বস্তা, মেঘনা প্যাকেজিং কোম্পানির ১০০ ফুট বল্লি জেটি, বাঁশের ৩টি জেটি অপসারণ এবং নদীর প্রায় ২০ বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে। মেঘনা লজিষ্টিকের মালিক ও কয়লার গাদিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক শরিফুল ইসলাম বলেন, দ্বিতীয় দিনের মত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবারেও চরচাষীতে অভিযান পরিচালনা করা হয়েছিল। দুই দিনে প্রায় ১২০ বিঘা জমি উদ্ধারের পাশাপাশি বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
আরএক্স/