পেয়ারা চাষে ফিরেছে ভাগ্য,থোকায় থোকায় দুলছে কাশেমের স্বপ্ন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পেয়ারা চাষে ফিরেছে ভাগ্য,থোকায় থোকায় দুলছে কাশেমের স্বপ্ন

থাই পেয়ারা চাষ করে ভাগ্য ফিরেছে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা গ্রামের কৃষক আবুল কাশেমের। তার পরিবারে ফিরেছে সুদিন। পাশাপাশি তার বাগানে কাজ করে খেয়ে পরে ভালো আছে আরো ২০টি পরিবার। উপজেলার অন্য কৃষকেরা এধরনের বাগান করে ভাগ্য বদলাবেন এমনটি প্রত্যাশা উপজেলা কৃষি অফিসের।

 

মাহমুদপুর উপজেলার কৃষক আবুল কাশেম ৫বিঘা পতিত কৃষি জমি লিজ নিয়ে শুরু করেন থাই পেয়ারার চাষ। শুরুর পর বছর ঘুরতে না ঘুরতেই বাগান থেকে ফল পেতে শুরু করেন। তার বাগানে ১হাজার থাই পেয়ারার গাছ আছে। ছোট ছোট গাছে থাই জাতের পেয়ারায় ভরে গেছে পুরো বাগান। পেয়ারাকে পোকা মাকড় ধুলাবালি থেকে রক্ষায় ব্যবহৃত হচ্ছে ব্যাগিং পদ্ধতি। বছরের মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি পেয়ারা ধরে গাছে। দেড় বছরে গাছের উচ্চতা দাড়িয়েছে আড়াই থেকে তিনফুট লম্বা। 


বাগানের প্রতিটি গাছেই এখন থোকায় থোকায় দুলছে আবুল কাশেমের স্বপ্ন। চারা