রামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, সয়াবিন তেলর গুদামে সিলগালা!!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, সয়াবিন তেলর গুদামে সিলগালা!!

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে হাজার ৬৪৪ লিটার সয়াবিন তেল জব্দ করে গুদাম সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি কর্মকর্তা মনিরা খাতুন। গতকাল বিকেলে পৌর শহরস্থ জোড়কবর-সংলগ্ন মা ভিলা নামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে গুদামে থাকা তেল জব্দ করা হয়। পরে গুদাম সিলগালা করে দেন তিনি।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খরব পেয়ে ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন ইউনিকর্ন ডিস্ট্রিবিউশন লিমিটেড নামের একটি কোম্পানি রূপচাঁদা তেলের স্টিকার ব্যবহার করে বিপুল পরিমাণ সয়াবিন তেল গুদামজাত করে রাখে। তাদের কোন সাইন বোড নেই   ইউনিকর্ন ডিস্ট্রিভিউশন লিঃ কোম্পানীর ম্যানেজার হেলাল উদ্দিন প্রয়োজনীয় কাগজপত্র তেল গুদামজাত করার কোন বৈধ কাগজপত্র ক্রয় বিক্রয়ের কোন পরিসংখ্যান দেখাতে পারেনি। পরে ওই ভবনের নীচ তলা সিলগালা করে দেয় এবং  তাৎক্ষনিক ১০হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ডিএসবি পুলিশ

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়