প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাজারে, ৩ ব্যবসায়ী নিহত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ধর্মপুর বাজারে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর বাজারে ঢুকে পড়ায় ৩ মাছ ব্যবসায়ী মারা গেছেন। এতে ৫ আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়কের ধর্মপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মহেন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ দাস (৩৫), একই গ্রামেরনরেন দাসের ছেলে হরেন চন্দ্র দাস (৫৫) ও আজিজুল হক (৪৪ )। তারা ধর্মপুর মাছ বাজারে রাস্তার পাশে বসে মাছ বিক্রি করছিলেন।
আরও পড়ুন: গাইবান্ধায় করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে কাঁঠাল গাছ রোপনে লাভবান
জানা যায়, একটি প্রাইভেটকার (ঢাকা মোট্রে-ব ২১-১৭০২) দ্রুতগতিতে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মাছ বাজারে ঢুকে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আরও পড়ুন: গাইবান্ধার সাদুল্লাপুরে সাথী ফসলের চাষ বেড়েছে
গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুঘর্টনার পর পরই পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাইভেটকারটি থানায় আটক রয়েছে।
জেবি/এসবি