২৬ দিনে প্রবাসী আয় এলো ১৭৭ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪
চলতি জানুয়ারি মাসের ২৬ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ((প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৩৫২ কোটি টাকা।
রবিবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে,চলতি বছরের জানুয়ারি মাসের ২৬ দিনে প্রতিদিন প্রবাসী আয়ে এসেছে ৬ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৬১৫ মার্কিন ডলার। এ রেমিট্যান্স আগের বছরের জানুয়ারি ও তার আগের মাস ডিসেম্বরের চেয়ে বেশি।
আরও পড়ুন: গোপালগঞ্জে জনতা ব্যাংকের কাশিয়ানী শাখা উদ্বোধন
গত বছরের জানুয়ারি ও তার আগের ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৬ কোটি ৫২ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার ও ৬ কোটি ৬৩ লাখ ২৯ হাজার মার্কিন ডলার।
তথ্য বিশ্লেষণ করলে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের উপ-শাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
যথারীতি কোনো প্রবাসী আয় (রেমিট্যান্স) আসেনি রাষ্ট্রায়ত্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বিডিবিএল ব্যাংকের মাধ্যমে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক ও কমিনিটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। আর সব বিদেশি ব্যাংকে জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে।
জেবি/এসবি