ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪


ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের ৬ জনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনার জন‍্য গাড়ির চালকের বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। 


রবিবার (২৮ জানুয়ারি) ভোর বেলায় গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন চালক। সেই সময়েই সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন।


আরও পড়ুন: পথ হারিয়েছে আমেরিকা: ট্রাম্প


পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার  সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ তামিলনাড়ুতে। ঘুরতে গিয়েছিলেন গাড়ির যাত্রীরা। বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন। 


আরও পড়ুন: উপার্জন না থাকলেও স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য স্বামী: আদালত


গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ৫ জন প্রাণ হারান। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত চলছে।


জেবি/এসবি