ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪
টানা তিন জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ-পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
রবিবার (২৮ জানুয়ারি) সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। টস জিতে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন রাবেয়া। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ, অতিরিক্ত সময়ের গোলে হারল বার্সেলোনা
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৭ রান। জান্নাতুল মাওয়ার করা ওভারের প্রথম বলটি ‘নো’ হয় এবং সবমিলিয়ে ২ রান আসে।
আরও পড়ুন: ঢাকাকে ১৮৪ রানের টার্গেট দিল রংপুর
আর ফ্রি হিট বলে ২ রান দেন এই স্পিনার। বৈধ এক বলে ৪ রান খরচ করায় ম্যাচ থেকে দূরে সরে যায় স্বাগতিকদের। তবে পরের ৫ বলে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই স্পিনার। ফলে ১ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
জেবি/এসবি