ইবিএল- গ্রামীনফোন কৌশলগত এলায়েন্স চুক্তি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪


ইবিএল- গ্রামীনফোন কৌশলগত এলায়েন্স চুক্তি
ইবিএল- গ্রামীনফোন কৌশলগত এলায়েন্স চুক্তি। ছবি: জনবাণী

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং গ্রামীনফোনের সিবিও আসিফ নাঈমুর রশীদ সম্প্রতি ঢাকায় জিপি হাউজে একটি কৌশলগত এলায়েন্স চুক্তি স্বাক্ষর করেন। 


চুক্তির অধীনে গ্রামীনফোন ইবিএল’কে আইসিটি সেবা ও সমাধান প্রদান করার পাশাপাশি ব্যাংকের ভবিষ্যৎ আইসিটি উদ্যোগ এবং অটোমেশন বিশেষকরে, স্কাইব্যাংকিং অ্যাপের সম্প্রসারণে সহায়তা প্রদান করবে। 


আরও পড়ুন: শীর্ষস্থানীয় করদাতা হিসেবে পুরস্কৃত হলো ইবিএল


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেন, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমিন মো. মেহ্দী হাসান, প্রযুক্তি উন্নয়ন ও ট্রানজেকশন বিভাগ প্রধান সঞ্জিত দত্ত, প্রোডাক্ট ও প্রকল্প- ডিজিটাল ব্যাংকিং বিভাগ প্রধান মো. আরিফুল হক, প্রকল্প ও মার্কেট কম্যুনিকেশন্স ইউনিট প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন; গ্রামীনফোনের প্রোডাক্ট পার্টনারশীপ ও অপারেশন্স প্রধান অরভিদ চৌধুরী, গভর্নমেন্ট ও স্ট্রাটেজিক বিজনেস প্রধান নুরুল ফেরদৌস মুসানা, ইমার্জিং একাউন্টস বিভাগ প্রধান এস. এম. জাহাদুল আরাফিন, লার্জ থ্রি বিভাগ প্রধান মো. রাজিব খান এবং ইমার্জিং ঢাকা নর্থ প্রধান শৌগাতা বিশ্বাস।


আরএক্স/