চট্টগ্রামের বিপক্ষে নড়বড়ে পুঁজি সিলেটের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪
বিপিএলে এখনও জয়ের দেখা পায়নি মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। টানা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। আজ আসরের চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে মাঠে নামলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বড় লক্ষ্য দিতে পারলো না সিলেট। কোনো রকম মান রক্ষার পুঁজি দাঁড় করিয়েছে মাশরাফির দল।
সোমবার (২৯ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে সিলেট নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৩৭ রান। জিততে হলে শুভাগত হোমের চট্টগ্রামকে করতে হবে ১৩৮ রান।
আরও পড়ুন: প্রথম জয়ের সন্ধানে ব্যাটিংয়ে মাশরাফির সিলেট
ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। ৭ রানে প্রথম উইকেট হারায় তারা। ৪ বলে ১ রান করে ফেরত যান ওপেনার মোহাম্মদ মিথুন। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত করেন ৭ বলে ৫ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৪৫ রান করেন আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টর। আরেক বিদেশি ব্যাটার রায়ান বার্ল করেন ২৯ বলে ৩৪ রান। ২৬ বলে ৩১ রান করেন স্বদেশী ব্যাটার জাকির হাসান।
জেবি/এজে