চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, আটক-১


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪


চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, আটক-১
ছবি: জনবাণী

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের তেলকুপি সীমান্তে জমিনপুরে অভিযান চালিয়ে ভারত থেকে আসা বিদেশি পিস্তল উদ্ধার করেছে ৫৯ বিজিবি। 


সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গোবরাতলা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তিনি।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে শীতের পিঠা উৎসব


সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক জানায় বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ২৮ জানুয়ারি বিকেলে ৫৯ বিজিবি'র অধীনস্থ তেলকুপি জমিনপুরে অবৈধ অস্ত্র, গুলি চোরাচালান সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্য পাওয়া যায়। অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার দিক নির্দেশনায় তেলকুপি বিওপির নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে একটি চৌকষ টহল দল তেলকুপি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর হয়ে খাসের হাট পথে আসামি বিজিবি'র উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি'র টহল-দল তাকে আটক করতে সক্ষম হয়। পরে দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসমি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র চোরাচালানের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান তিনি। 


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ


এ বিষয়ে আটককৃত আসামীকে অবৈধ অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও এর সাথে জড়িত অন্যানা আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের চলমান রয়েছে।


প্রসঙ্গগত উল্লেখ্য রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ১ বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জন আসামীসহ ২১টি দেশী বিদেশী পিস্তল ৩৭৯ রাউন্ড গুলি এবং ৩৪ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।


আরএক্স/