লক্ষ্মীপুরে ৮০০ কেজি জাটকা জব্দ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪


লক্ষ্মীপুরে ৮০০ কেজি জাটকা জব্দ
ছবি: জনবাণী

লক্ষ্মীপুরের রায়পুরে সাড়ে ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জাটকাগুলো স্থানীয় ৭টি এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।


সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।


আরও পড়ুন:  সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে পর্যটকের মৃত্যু


জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানিক টিমকে দেখে জেলে ও বিক্রেতারা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আরও পড়ুন: চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ


জেলা মৎস্য অফিস সূত্র জানায়, ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে নদী এলাকায় অভিযান চলছে। মাসব্যাপী কয়েক ধাপে এ অভিযান চলবে। সে লক্ষ্যেই পুরান বেড়ি এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে। জাটকা শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় হলেও কয়েকজন জেলে তা করছিলেন। অভিযানের সময় জেলে ও বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।


আরএক্স/