জেলা প্রশাসনের অভিযানে ৬ দালাল আটক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪


জেলা প্রশাসনের অভিযানে ৬ দালাল আটক
ছবি: জনবাণী

রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে আকষ্মিক অভিযান পরিচালনা করে ৬ দালালকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা জেলা প্রশাসন।


সোমবার (২৯ জানুয়ারি) সকাল অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. শিবলী সাদিক প্রার্থীদের সাথে কথা বলে ৬ দালালকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত ৬ দালাল বিভিন্ন মানুষের নামজারি সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভূমি অফিসে ঘুরাঘুরি করছিলেন। সেসময় তাদের গ্রেফতার করা হয়। পরে তেজগাঁও থানা পুলিশের নিকট তাদের সপর্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভূমি সহকারী কর্মকর্তা,  তেজগাঁও ভূমি অফিস বাদী হয়ে মামলা দায়ের করেন।


আরও পড়ুন: বিমানবন্দর সড়কে বাড়বে যানজট, সময় নিয়ে বের হওয়ার অনুরোধ


জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন,‘ভূমি অফিসে নাগরিক সেবা দ্রুততম সময়ে দিতে এরকম আকস্মিক অভিযান  অব্যাহত থাকবে। সব অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ভূমি অফিসে কোনো অনিয়ম হলে আমাদেরকে জানাতে সেবাপ্রত্যাশীদের অনুরোধ করছি।’


আরও পড়ুন: বসুন্ধরা শপিং মলে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’ চালু


অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার ( ভূমি), তেজগাঁও রাজস্ব সার্কেল শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন,  ভূমি সহকারী কর্মকর্তা, তেজগাঁও ভূমি অফিসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


জেবি/এসবি