৪টি পণ্যের শুল্ক কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪
“চারটি পণ্যের শুল্ক কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হলো চিনি, ভোজ্যতেল, খেজুর ও চাল।” এমনটাই বলেছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: অমর একুশে বই মেলায় অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “দু’টো পণ্যের মূল্য নির্ধারণের এখতিয়ার আমাদের আছে। একটি চিনি, অন্যটি ভোজ্যতেল। আর চাল হচ্ছে খাদ্য অধিদফতরের। চালের বাজার, মজুত ও বিপণনের দায়িত্ব খাদ্য অধিদফতরের। গত সোমবারে মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এটা কার্যকর হলে ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি আসবে।”
আরও পড়ুন: প্রাণের মেলার দ্বার উন্মোচন হবে কাল
তিনি আরও বলেন, “কৃষিপণ্যের বাজারের দায়িত্ব কৃষি বিপণন অধিদফতরের। প্রতিদিন ওয়েবসাইটের মাধ্যমে তারা কিছু কৃষিপণ্যের উৎপাদন খরচ, খুচরা পর্যায়ে যৌক্তিক মূল্য ও ঢাকা মহানগরীতে পাইকারি বাজার দর প্রকাশ করে। আমরা এখন তিন মন্ত্রণালয় একসঙ্গে বসে বাজারের কী বিষয়ে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয়ে কাজ শুরু করবো।”
জেবি/এসবি