আ. লীগ জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে: রাশিয়ার রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪
নির্বাচনসহ যে কোনো ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার নাক গলায় না রাশিয়া বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি।
বুধবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: দেশে বছরে অপচয় ১ কোটি ৬ লাখ টন খাদ্য
রুশ রাষ্ট্রদূত বলেন, দেশটির ভূমিকা নিয়ে বিএনপির বক্তব্য ভুল। আওয়ামী লীগ জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসন: আওয়ামী লীগ পাচ্ছে ৪৮, জাপা ২
তিনি আরও বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে টাকা-রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের বিষয়ে যে কোনো সময় চুক্তি হতে পারে। বাংলাদেশে যে কোনো মার্কিন নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না রাশিয়া। এর ফলে বাংলাদেশও ভোগান্তিতে পড়েছে।
জেবি/এসবি