ইজতেমা উপলক্ষে বিআইডব্লিউটিএ'র কল সেন্টার চালু

আগামী ২ থেকে ৪ ফেব্রয়ারী এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা গাজীপুরে টংগীতে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
ইজতেমা উপলক্ষে বিশেষ কল সেন্টার চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ এহতেশামুল পারভেজ জনবাণীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি জানান, আগামী ২ থেকে ৪ ফেব্রয়ারী এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা গাজীপুরে টংগীতে অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে ধর্মপ্রান মুসুল্লীগনের নৌপথে নির্বিঘ্ন ও দুর্ঘটনামুক্ত চলাচল নিশ্চিত করনের লক্ষ্যে ইজতেমা চলাকালীন ঢাকা নদী বন্দর ও টঙ্গী নদী বন্দরে পৃথক পৃথকভাবে কন্ট্রোল রুম খোলা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ঢাকা নদী বন্দরের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর-০২-২২৩৩৮৯৮৯৮ ও মোবাইল নম্বর-০১৭৩৩৫২৪২৮০ এবং টঙ্গী নদী বন্দরের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর-০১৯১৭১৫৬৫৫৯। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব ইজতেমায় আগমন ও গমনকারী মুসুল্লীগনদেরকে বিআইডব্লিউটিএ'র হট নাইন নম্বর-১৬১১৩”তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা জানিয়েছে বিআইডব্লিউটিএ।
বিজ্ঞাপন
এছাড়াও বিশ্ব ইজতেমায় আগমন ও নির্গমনগামী মুুসুল্লীদের যাতয়াদের সুবিধার্তে বিভিন্ন নৌপথে বিশেষ লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ।
জেবি/এসবি
বিজ্ঞাপন








