চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪


চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ
জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ। ছবি: জনবাণী

চাঁপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ।


বৃহস্পতিবার (১ফেব্রুয়ারী) সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদের মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে বিতরণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন প্রধান চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য (সদর) আব্দুল জলিল, সংরক্ষিত নারী সদস্য (সদর) তাসলিমা বেগম, জেলা পরিষদ সদস্য (গোমস্তাপুর) কবির খান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ অন্যরা।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে শীতের পিঠা উৎসব


চেয়ারম্যান জানায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নারীবান্ধব সরকার। নারীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।


জানা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২০২৩/২৪ অর্থ বছরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


আরএক্স/