Logo

আল-নাসরের কাছে পাত্তাই পেলনা মেসির মায়ামি

profile picture
জনবাণী ডেস্ক
২ ফেব্রুয়ারী, ২০২৪, ২৩:২৩
33Shares
আল-নাসরের কাছে পাত্তাই পেলনা মেসির মায়ামি
ছবি: সংগৃহীত

ক্লাব প্রীতি এই ম্যাচে ইন্টার মায়ামিকে বেশ বড় ব্যবধানেই হারিয়েছে আল-নাসর

বিজ্ঞাপন

ক্রিস্টিয়ানো রোনালদো চোটের কারণে দলে না থাকায় আগেই জৌলুস হারিয়েছিল এই ম্যাচটি। এ জন্য আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দিকে চোখ ছিল দর্শকদের। শেষ পর্যন্ত তারকা খেলোয়ার মেসিও ছিলেন না শুরুর একাদশে। তবে সম্পূর্ণ ম্যাচজুড়ে রোমাঞ্চের কোনো অভাব ছিল না। ক্লাব প্রীতি এই ম্যাচে ইন্টার মায়ামিকে বেশ বড় ব্যবধানেই হারিয়েছে আল-নাসর।

গ্লোবাল ওয়ানরা বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে কিংডম এরিনায় রিয়াদ সিজন কাপে ৬-০ গোলের দাপুটে জয় পেয়েছে। 

বিজ্ঞাপন

ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা এদিন হ্যাটট্রিক করেছেন। একবার করে গোল পোস্টের দেখা পেয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার এমেরিক লাপোর্তো, মারানে ও লুইস কাস্ত্রো।

বিজ্ঞাপন

এদিন ম্যাচের শুরু থেকেই গোল পেতে কিছুটা মরিয়া হয়ে উঠে আল নাসর। ফলে প্রথম ১২ মিনিটের মাথায় মায়ামির জালে তিনবার বল পাঠায় আল-নাসর। ম্যাচের তৃতীয় মিনিটের দিকে লুইস কাস্ত্রোর দলকে লিড এনে দেন।

বিজ্ঞাপন

এরপরই ম্যাচের ১০ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান তালিসকা। আবার দুই মিনিটের ব্যবধানে লাপোর্তো আরেকধাপ এগিয়ে নেন দলকে। মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার অহেতুক পোস্ট ছেড়ে বাইরে এলে সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান লাপোর্তো।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি কাজে লাগিয়ে দ্বিতীয়বারে মতো, মায়ামির গোল পোস্ট খুঁজে নেন তালিসকা। এরপর ম্যাচের ৬৮তম মিনিটে মারানের করা গোলে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় লুইস কাস্ত্রোর শিষ্যরা।

বিজ্ঞাপন

ম্যাচের ৭৩তম মিনিটে নিজের হ্যাটট্রিক আদায়ের সাথে সাথে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নাসরের ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা।

ম্যাচের ৮৩ তম মিনিটের মাথায় লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে মেসিকে মাঠে নামানো হয়। ৩ মিনিট পর বাঁ-পায়ে গোলের জন্য একটি শট নেন এই তারকা, যদিও এতে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। মেসির করা শট আটকে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার খেলোয়ার। শেষ পর্যন্ত বড় হারের হতাশায় মাঠ ছাড়ে মেসির মায়ামি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD