দুর্নীতির মামলায় চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তার ৮ বছরের কারাদন্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দুর্নীতির মামলায় চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তার ৮ বছরের কারাদন্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক প্রিন্সিপাল এপ্রেইজার (আমদানি) মো. হুমায়ুন কবিরকে ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ কোটি টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

 

সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।

 

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন আইনে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

 

মামলাটি তদন্ত করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. লুৎফুল কবির চন্দন। তিনি ২০১৮ সালের ৬ আগস্ট তদন্ত শেষে কাস্টমস কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।চার্জশিটে উল্লেখ করা হয়, মো. হুমায়ুন কবির মোট ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকা আত্মসাৎ করেছেন।

 

বিষয়টি নিশ্চিত করে দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, কারাদন্ড এবং জরিমানার পাশাপাশি মামলাভুক্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকলে বাজেয়াপ্ত হবে, এমনও আদেশ দিয়েছেন আদালত।.


জি আই/