বাড়ি-গাড়ি করতে পারবেন না ঋণ খেলাপিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪
কোন গ্রাহক ঋণ নিয়মিত পরিশোধ না করলে তাকে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। এসব খেলাপিদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হবে। খেলাপি ঋণ কমাতে ১১ দফা রোডম্যাপ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (৪ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের।
আরও পড়ুন: টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করলো ইভ্যালি
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা তিনি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
আরও পড়ুন: ‘সিঙ্গেল ক্লিক রিটার্ন পলিসি’ চালু করলো ইভ্যালি
ঋণ খেলাপিরা নতুন করে জমি বাড়ি গাড়ি কিনতে পারবেন না, এমনকি নতুন ব্যবসাও খুলতে পারবেন না।
এ সময় নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি