Logo

শব্দ দূষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৫৮
114Shares
শব্দ দূষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির দায়ে কোনাবাড়ী বাজারের কামরুল স্টোর,

বিজ্ঞাপন

শব্দ দূষণ রোধ করতে কাশিমপুর ও কেনাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে গাজীপু পরিবেশ অধিদপ্তর। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই মোবাইল কোর্টে -  অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দ দূষণের দায়ে ২ টি যানবাহনকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে ও ৬ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়েছে।  নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির দায়ে কোনাবাড়ী বাজারের কামরুল স্টোর, মায়ের দোয়া স্টোর ও খান ভ্যারাইটিসকে কে ১০ হাজার টাকা কর মোট ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে এবং ৩৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া পরিবেশের জন্য ঝুঁকিপূর্ন বর্জ্য করায় পানিশাইল, কাশিমপুরে অবস্থিত টং রুই দ্যা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কে ৪ লক্ষ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

এই অভিযানে পরিবেশ অধিদপ্তর,গাজীপুরের উপপরিচালক মো.. নয়ন মিয়া, সহকারী পরিচালক জনাব মইনুল হক, পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।

উপপরিচালক সাংবাদিকদের বলেন,  পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD