কারাগারে সমকামিতার অভিযোগ সাবরিনার, যা বললেন ডিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪
ডা. সাবরিনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে চায় কিনা জানা নেই বলে উল্লেখ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, “তবে কারাগার থেকে বের হওয়ার পর তার বক্তব্যে সমকামিতার বিষয়টি উঠে এসেছে। যদি কর্তৃপক্ষ অভিযোগ করে, তাহলে এ বিষয়ে তদন্ত হওয়া উচিত।”
বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডিবিপ্রধান বলেন, “আমি যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি ছিলাম, তখন করোনার সনদ জালিয়াতির দায়ে সাবরিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। সম্প্রতি সাবরিনা কারাগার থেকে বের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান কথা বলছেন। সেসময় আমরা তাকে গ্রেফতার করি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। এর ভিত্তিতে আদালত তাকে সাজার আদেশ দেন।”
আরও পড়ুন: অবশেষে চাকা ঘুরলো মেট্রোরেলের
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় তিনি অবতারণা করছেন। আদৌ কারাগারে তিনি এ ধরনের সমস্যায় পড়েছেন কি না বা সমস্যায় পড়লে তিনি কর্তৃপক্ষকে অবহিত করেছেন কি না, নাকি ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্যই তিনি এসব বলছেন জানি না। সমকামিতার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে বিষয়টা তদন্ত করে দেখা উচিত।”
আরও পড়ুন: মিরপুর প্যারিস খাল আগের রুপে ফেরানো হবে: মেয়র আতিক
হারুন অর রশীদ বলেন, “সম্প্রতি সাজা ভোগ শেষে তিনি কারাগার থেকে বের হয়েছেন। এখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কারাগারের বিষয়ে নানান অভিযোগ তুলছেন। তবে তিনি কী বলছেন, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। কারণ মহামান্য আদালত তার অপরাধ বিবেচনায় তাকে সাজা দিয়েছেন।”
জেবি/এসবি