জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের নিয়ে শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪
জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর পুরষ্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি বিজয়ী শিশুদের নিয়ে বিজয়ী শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
আরও পড়ুন: বিএনপিকে নিষিদ্ধ করবে কিনা, জানালেন ইসি আলমগীর
শোভাযাত্রাটি বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু করে সচিবালয় হয়ে ওসমানী মিলনায়তন হয়ে শিশু একাডেমিতে ফিরে আসে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান।
আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর পুরষ্কার প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আরও পড়ুন: সেফটি দিতে না পারলে ফ্লাইওভার-মেট্রোরেলে কোনো লাভ নেই: কাদের
প্রতিবারের মতো এবারও থানা, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট বিষয় ৩০টি। এই প্রতিযোগিতায় ৮টি বিভাগীয় পর্যায় ক, খ ও গ শাখায় যারা প্রথম স্থান অধিকার করেছে, তারাই অংশগ্রহণ করেছে চূড়ান্তপর্বের প্রতিযোগিতায়। দুই বছর মিলিয়ে বিজয়ী হয়েছে ৪৭৪ জন। যোগ্যতার ভিত্তিতে জাতীয় পর্যায়ে বিজয়ী শিশুদের পুরস্কার সমাপ্তি ঘটতে যাচ্ছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এর।
জেবি/এসবি