তাড়াশে ইজারাদারকে উচ্ছেদ করতে পুকুরে বিষ প্রয়োগ: লাখ টাকার ক্ষয়ক্ষতি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪


তাড়াশে ইজারাদারকে উচ্ছেদ করতে পুকুরে বিষ প্রয়োগ: লাখ টাকার ক্ষয়ক্ষতি
ছবি: প্রতিনিধি

চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১৮ মাস পূর্বেই ইজারাদারকে উচ্ছেদ করতে পুকুরে বিষ প্রয়োগে লাখ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।


পুকুরে বিষ প্রয়োগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে মৃত মাছগুলো ভেসে ওঠায় পুকুরের আশেপাশের মহিলারা, ছেলে-মেয়েরা মাছগুলো ধরে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা তালম ইউনিয়নের লস্করপাড়া গ্রামে। 


তথ্যানুসন্ধানে জানা যায়, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের লস্করপাড়া গ্রামের মৃত বয়ান আলী সরকার এর পুত্র আবু বক্কার সরকার (৬৫), আবুল কাশেম সরকার (৬০), তাইজুল সরকার (৭০), জয়নাল সরকার (৫৮), মৃত বরাত আলী সরকার (৭৫) ও মৃত শাহজাহান আলী সরকার (৭৩) গং ২০১১ সালে ২১ বিঘা সম্বলিত একটি পুকুর ১২ লাখ টাকার বিনিময়ে ৫ বছর মেয়াদে সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা রোডের আবুল কাশেম খান এর পুত্র মো: আতাউর রহমান খান (৪৮) এর সাথে স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হয়ে ইজারা প্রদান করেন। ইজারার মেয়াদ শেষে পুনরায় ২০১৬ সালে আবার সাড়ে ৭ বছরের মেয়াদে ২৫ লাখ টাকার বিনিময়ে  স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হয়ে ইজারা প্রদান করেন মৃত বয়ান আলী সরকারের ৬ পুত্র। সাড়ে ৭ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই আবার পুনরায় ৬ লক্ষ টাকার বিনিময়ে ১৮  মাস মেয়াদে মৌখিক চুক্তি হয়।


ইজারার চুক্তি অনুয়ায়ী সাড়ে ৭ বছরের মেয়াদ আগামী মার্চ ২০২৪ইং তারিখে শেষ হবে এবং চুক্তি অনুযায়ী এপ্রিল ২০২৪ইং তারিখ হতে ১৮ মাসের চুক্তি শুরু হবে। সাড়ে ৭ বছরের চুক্তির মেয়ার শেষ হওয়ার পূর্বে এবং ১৮ মাসের চুক্তির মেয়াদ শুরু হওয়ার আগেই মৃত বয়ান আলী সরকার পুত্র আবু বক্কার সরকার (৬৫) এবং তার পুত্র তুহিন সরকার ২১ বিঘার ইজারাকৃত পুকুর ইজারাদার আতাউর রহমানকে ছেড়ে চলে যেতে বলে। ইজারাদার আতাউর যদি পুকুর ছেড়ে চলে না যায়, তবে পুকুরের মাছ বিষ প্রয়োগে মেরে ফেলার হুমকি ধামকিও প্রদান করেন। 


আরও পড়ুন: মিয়ানমারের সংঘাত: সীমান্তবর্তী ১৮০ পরিবার নিরাপদ আশ্রয়ে



তথ্যানুসন্ধানে আরও জানা যায়, মৃত বয়ান আলী সরকার পুত্র আবু বক্কার সরকার (৬৫) আরো উচ্চ মূল্যে ইজারা দেওয়ার জন্য গোপনে তালম ইউনিয়নের খাসপাড়া গ্রামের আলতাফ তালুকদার এর পুত্র মো: সোহেল এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য একাধিকবার বৈঠকেও করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, (০৮ ফেব্রুয়ারী ২০২৪ইং) সকালে ইজারাকৃত ২১ বিঘা পুকরে বড় বড় রুই, কাতলা, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। মাছগুলো বড় ধরনের হওয়ায় স্থানীয়রা মরা মাছগুলো তুলে নিয়ে যান। পুকুরের ইজারাদার আতাউর রহমান খান বলেন, এখন মাছগুলো বিক্রির সময় হয়েছে। পুকুরে প্রায় ৪ টন মাছ রয়েছে। পুকুরের মালিক আবু বক্কার ও আবু বক্কার এর তুহিন (২৫) আমাকে বারবার


আরও পড়ুন: বেড়ায় আশ্রয়ণ প্রকল্পে ধর্ষণের ঘটনা গ্রেফতার ১



পুকুর ছেড়ে দেওয়ার জন্য বলে যদি আমি পুকুর ছেড়ে না দেই তাহলে পুকুরে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার হুমকি দেন। এবিষয়ে আবু বক্কার বলেন, চুক্তি মেয়াদ অনুযায়ী আরো ১৮ মাস বাকী রয়েছে।  আমরা১৮ মাস চুক্তির মেয়াদ শুরু হওয়ার আগেই পুকুর ছেড়ে দেওয়ার জন্য বলেছি।তবে আমরা পুকুরে কোন বিষ প্রয়োগ করিনি। এরিপোর্ট লেখা পর্যন্ত তাড়াশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


জেবি/এসবি