অনুপ্রবেশকালে ২ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালো বিজিবি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪


অনুপ্রবেশকালে ২ রোহিঙ্গাকে মিয়ানমারে  ফেরত পাঠালো বিজিবি
ফাইল ছবি

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত চলমান রয়েছে। প্রতিদিনই সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মাঝেরপাড়া সীমান্ত দিয়ে ২ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে  স্বদেশে ফেরত পাঠায়। অনুপ্রবেশকারী ২ জনই পুরুষ ছিলেন।  


বিষয়টি নিশ্চিত করেন বিজিবি হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবু।


আরও পড়ুন: চকরিয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের


মিয়ানমারের সংঘাতের এমন পরিস্থিতিতে রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেও বিজিবি সতর্ক অবস্থানে থাকায় সম্ভব হচ্ছে না। অনেক রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করলেও বিজিবি তাদের আটক করে ফেরত নিজ দেশে ফেরত পাঠাচ্ছে।


এমএল/