Logo

চট্টগ্রামে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ

profile picture
জনবাণী ডেস্ক
৯ ফেব্রুয়ারী, ২০২৪, ২৩:১৩
45Shares
চট্টগ্রামে অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ
ছবি: সংগৃহীত

বইমেলা উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের

বিজ্ঞাপন

৯২টি প্রকাশনা সংস্থার অংশগ্রহণে চট্টগ্রামে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) থেকে এ মেলা শুরু হয়ে চলবে শনিবার (২ মার্চ) পর্যন্ত।

বিজ্ঞাপন

নগরের সিআরবি শিরীষতলায় ৪৩ হাজার বর্গফুট জায়গায় আয়োজিত এ মেলায় ১৫৫টির মতো স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলায় প্রবেশ করা যাবে।

বিজ্ঞাপন

বইমেলা উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। এর মধ্যে আছে ররীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, মুক্তিযুদ্ধ উৎসব, ছড়া উৎসব, কবিতা উৎসব, মাতৃভাষা দিবস, মরমী উৎসব, যুব উৎসব ও শিশু উৎসব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির আলোচনা, আবৃত্তি উৎসব, লোক উৎসব, নারী উৎসব, বসন্ত উৎসব, তারুণ্য উৎসব, নৃগোষ্ঠী উৎসব, পেশাজীবী সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, চাটগাঁ উৎসব, বইমেলার সমাপনী এবং পুরস্কার বিতরণের আয়োজন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD