সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪
ফরিদপুরের সদরপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় এর ৪০বছর পুর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গৌরব ও ঐতিহ্যের ৪০বছর পূর্তিতে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষে বিদ্যালয় চত্ত্বর থেকে একটি বিশাল র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: পরিবহনে চাঁদাবাজি, র্যাবের অভিযানে আরও ৩২ জন গ্রেফতার
সকাল ১১টায় অনুষ্ঠানেরর আহ্বায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শান্তির প্রতিক পায়রা ও বেলুন ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, অনুষ্ঠানের সদস্য সচিব ও পুলিশ সুপার সাজেদুর রহমানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন কর্মরতরা।
আরও পড়ুন: ফরিদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রাক্তন ছাত্রদের প্রানের এ মিলন মেলায় ১৯৮৬ থেকে ২০২৩ প্রায় ১৩শ প্রাক্তন ছাত্ররা অংশনেয়। এছাড়াও প্রাক্তন শিক্ষকদের সম্মামনা হিসেবে উত্তরীয় প্রদান করা হয়।
এমএল/