গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:২৪ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪


গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ
ছবি: প্রতিনিধি

লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের মিড টার্ম রিভিউ মিশন কর্তৃক গোপালগঞ্জ পৌর এলাকার বিভিন্ন চলমান/সম্পাদিত স্কীম পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব ব্যাংকের খুলনা রিজনের একটি প্রতিনিধি দল এবং এলজিইডি'র কর্মকর্তাবৃন্দ গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে বিভিন্ন চলমান/সম্পাদিত প্রকল্প পরিদর্শন করেন।


আরও পড়ুন: সোনারগাঁয়ে লোক কারুশিল্প মেলায় শেষ মুহূর্তে দর্শনার্থীর উপচে পরা ভীড়


এসময় বিশ্বব্যাংকের নগর উন্নয়ন বিশেষজ্ঞ এবং টাস্ক টিম লিডার (টিটিএল) মানশা চেন, পরামর্শদাতা মিক উইন্টার, হুরায়রা জাবিন, এস এম হাফিজ আল মামুন, প্রোগ্রাম সহযোগি জিনিয়া সুলতানা এবং এলজিইডি'র এলজিসিআরআরপি'র সমন্বয়কারী ও প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমান, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, পৌর সভার নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, মেয়রের সহকারী নাড়ু গোপাল সরকার, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 


এর আগে প্রতিনিধি দল গোপালগঞ্জ পৌরসভায় পৌঁছালে সেখানে গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আরও পড়ুন: সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পূর্ণমিলনী 


পরে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্ব ব্যাংক থেকে পরিদর্শনে আসা প্রতিনিধিগণ ও প্রকল্প পরিচালক বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। 


এদিকে গোপালগঞ্জ পৌরসভাকে নান্দনিক সৌন্দর্যে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে ভবিষ্যৎ মাস্টার প্ল্যানগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয় সেদিকে জোর দিতে সংশ্লিষ্টদেরকে জননন্দিত মেয়র শেখ রকিব হোসেন বিশেষভাবে অনুরোধ জানান।


এমএল/