Logo

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করলেন ভারতের রাষ্ট্রপতি

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:৪০
50Shares
শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করলেন ভারতের রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

নারী ক্ষমতায়নে বঙ্গবন্ধুকন্যা যেসমস্ত কাজ করছেন, সেটির সাথেও সহমত পোষণ করেছেন দ্রৌপদী মুর্মু

বিজ্ঞাপন

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎকালে তিনি এই প্রশংসা করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যমে বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশে আসার আমন্ত্রণ করেছি। তিনি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেছেন। একই সাথে টানা চতুর্থ এবং সবমিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। নারী ক্ষমতায়নে বঙ্গবন্ধুকন্যা যেসমস্ত কাজ করছেন, সেটির সাথেও সহমত পোষণ করেছেন দ্রৌপদী মুর্মু।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভারতের রাষ্ট্রপতি জানিয়েছেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভারত সবসময় সাথে ছিল, আর ভবিষ্যতেও সাথে থাকবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভারতের রাজধানীতে পৌঁছান ড. হাছান মাহমুদ। তিন দিনের এই সরকারি সফরের সমাপ্তি দিনে ভারতের ১৫তম রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন তিনি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD