জোট ছাড়াই সরকার গঠনের আশা ইমরান খান সমর্থিত পিটিআইয়ের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪


জোট ছাড়াই সরকার গঠনের আশা ইমরান খান সমর্থিত পিটিআইয়ের
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাধারণ নির্বাচন শেষে ভোট গণনা চলছে। শেষ তথ্য পাওয়া পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে ২৫১টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে হাড্ডাহাড্ডি লড়ায়ের মধ্যে ১০৬টিতে জয়ী কারাবন্দি ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজ শরীফের দল জিতেছে ৬৭টিতে এবং পিপিপি জিতেছে ৫১ আসনে। বাকি দলগুলো পেয়েছে মোট ৬টি আসন।


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতীয় নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১৫০ আসনে জয়লাভ করবে এবং কোনো জোট ছাড়াই দলটি সরকার গঠন করবে।


আরও পড়ুন: নওয়াজ কন্যা মরিয়মের জয়


তিনি বলেন, 'পিটিআই সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের অবস্থানে আছে। আমরা পাকিস্তান পিপলস পার্টি বা পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সঙ্গে যোগাযোগ করছি না।আমরা কেন্দ্রীয়ভাবে এবং পাঞ্জাবে সরকার গঠন করব।’


তিনি আরও বলেন, 'খাইবার পাখতুনখোয়ায় পিটিআই স্পষ্টভাবে এগিয়ে আছে এবং সেখানেও সরকার গঠন করবে। পিটিআই সংসদে থাকবে এবং যথাযথ ভূমিকা পালন করবে।'


পিটিআই নেতা গওহর বলেন, 'স্বতন্ত্র প্রার্থীরা পিটিআইয়ের সদস্য এবং তারা দলীয় নির্দেশের বিরুদ্ধে অন্য কোনো দলে যোগ দেবেন না।'


আরও পড়ুন: গাজায় নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েল: জো বাইডেন


এদিকে, নির্বাচনের এক সপ্তাহ আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৩৩ বছরের জেল সাজা পায়। এর পরেও ইমরান খান ও তার দল পিটিআই এই নির্বাচনী প্রতীক ছাড়াই এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে এই নির্বাচনে অংশ নেন এবং বেশিরভাগ নির্বাচনী এলাকায় তারাই এগিয়ে রয়েছেন।


জেবি/এজে