আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মৎস্য রপ্তানির পদক্ষেপ নিয়েছে সরকার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী গুণগতমানের মৎস্য রপ্তানির লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
সোমবার
(১৪ মার্চ) যুক্তরাষ্ট্রের বোস্টনে গ্লোবাল সি ফুড অ্যালায়েন্স
আয়োজিত সি ফুড এক্সপো
নর্থ আমেরিকা (SENA) এর অন্যতম ইভেন্ট
'রিভাইটালাইজিং ব্ল্যাক টাইগার শ্রিম্প' শীর্ষক উপস্থাপনা ও আলোচনা সভায়
অংশ নিয়ে মন্ত্রী এ কথা জানান।
বাংলাদেশের
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র
কর্মকার, নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল সি ফুড অ্যালায়েন্সের
সভাপতি জর্জ চেম্বারলিন, বাংলাদেশ
চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশনের
চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক
প্রমুখ এ সময় উপস্থিত
ছিলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, "বাংলাদেশে মৎস্যসম্পদের অধিক উৎপাদন ও গুণগতমান নিশ্চিতের জন্য সরকারের উদ্যোগে অবকাঠামো উন্নয়ন, রোগমুক্ত পোনা সরবরাহ, আন্তর্জাতিক মানের মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি স্থাপন ও পরিচালনা, প্রয়োজনীয় আইন প্রণয়ন ও প্রয়োগ