ওড়িশায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:০১ পিএম, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

ভারতের ওড়িশায় পৃথক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানি হয়েছে। এত আহত হয়েছেন ৪০ জন।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, কালাহান্দি জেলায় একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে ৫০ জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ২০ জন।
আরও পড়ুন: কিডনি বিক্রি করে নির্বাচনের প্রচার করতে চান প্রার্থী!
রবিবার (১১ ফেব্রুয়ারি ) সকালে আরও ২টি পথ দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: পাকিস্তানে ১৪৪ ধারা জারি
নিহতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
জেবি/এসবি