Logo

বসন্তের উৎসব ঘিরে শ্রীপুরে জমজমাট ফুলের বাজার

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:২০
121Shares
বসন্তের উৎসব ঘিরে শ্রীপুরে জমজমাট ফুলের বাজার
ছবি: সংগৃহীত

ফুল বিক্রি ভালোই হচ্ছে। বিকেল থেকে সন্ধ্যার দিকে এ বিক্রির সংখ্যা আরও বাড়বে।

বিজ্ঞাপন

ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে রাঙাতে কতই না আয়োজন। যার মূল অনুষঙ্গ রঙ-বেরঙের ফুল। সব আবেদন, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশের বড় মাধ্যম ফুল। এবছর বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একইদিনে হওয়ায় গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীরা আশানুরূপ ফুল বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন।

শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ভাই ভাই সিটি মার্কেটের ফুলের দোকানদার মোহাম্মদ আশরাফ আলী  বলেন, ফুল বিক্রি ভালোই হচ্ছে। বিকেল থেকে সন্ধ্যার দিকে এ বিক্রির সংখ্যা আরও বাড়বে। এবছর বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একসাথে হওয়ায় ফুল বিক্রির পরিমাণ অন্যান্য বছরের চেয়ে আরও বেশি হবে।

বিজ্ঞাপন

উপজেলার জৈনার বাজার উপ শহর মার্কেটে  গড়ে ওঠা ছোট-বড় ১৫ টি ফুলের দোকানে গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, চন্দ্রমল্লিকা, জিপসি, গ্লাডিওলাসসহ নানা প্রজাতির ফুল বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

ভালোবাসা দিবসে সবাই প্রিয়জনকে দিতে চায় তাজা গোলাপ, বসন্ত উৎসবে যোগ দিতে খোপায় বাঁধে গাঁদা ফুল।

বুধবার (১৪ ফেব্রয়ারি) উদযাপিত হবে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফুল কেনার আগাম বায়না করা হয়েছে বলে জানিয়েছেন ফুল ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বরমী বাজার  ফুল ব্যবসায়ী  আমির আলী জানান, আমার ফুলের দোকানে পাইকারি ও খুচরা ফুল বিক্রি করা হয়। আগামী দুইদিনে  লাখ টাকার ফুল বিক্রি করার আশা করছেন এ ফুল ব্যবসায়ী।

বিজ্ঞাপন

মাওনা চৌরাস্তা কিতাব আলী প্লাজার  ফুল ব্যবসায়ী আফতাব উদ্দিন  বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে রজনীগন্ধার কলির মালা ও মাথার রিং, গোলাপ ফুলের চাহিদা বেশি থাকে। ইদানীং একগুচ্ছ জারবেরা কিনতেও ফুল প্রেমীদের আগ্রহ দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

তবে কিছু কিছু মৌসুমি খুচরা বিক্রেতা বিভিন্ন বিশেষ দিবসকে কেন্দ্র করে বাড়তি দামে ফুল বিক্রি করে বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের।

পিয়ার আলী  বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থী নাছিমা আক্তার বলেন, আগে যে ফুলের দাম ছিল ১০০ টাকা এখন তা নিচ্ছে ১৫০ টাকা। প্রতিটি ফুলের দামই বেশি চাচ্ছেন ফুল ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD