পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উচ্চ আদালতে তলব


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪


পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উচ্চ আদালতে তলব
আনোয়ার-উল-হক কাকার - ছবি: সংগৃহীত

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারকে তলব করেছেন দেশটির উচ্চ আদালত। বেলুচিস্তান প্রদেশের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আগামী সপ্তাহে তাকে ইসলামাবাদ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এই মামলার শুনানি শেষে আনোয়ার-উল-হক কাকারকে আগামী সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। মামলার শুনানি করেন বিচারপতি মহসিন আখতার কায়ানি।


আরও পড়ুন: প্রথম আর্ট কলেজ চালু করল সৌদি সরকার


বিচারপতি মহসিন বলেন, “ওই শিক্ষার্থীকে গুমের সঙ্গে যারা জড়িত তাদের দুবার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এরপর তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীকে সোমবার সকাল ১০টায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। এ ছাড়া এই গুমের ঘটনায় তার বিরুদ্ধে কেন মামলা হবে না তা জানতে চান।”


আরও পড়ুন: ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা


এবার নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর দুইবারের মতো তাকে তলব করেছেন আইএইচসি। গেল বছরের ২৯ নভেম্বর তাকে এ মামলায় হাজিরা দিতে সশরীরে তলব করা হয়েছিল। অবশ্য দেশের বাইরে থাকায় সেবার তিনি আদালতে হাজির হননি।


জেবি/এসবি