ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম চৌধুরী মুহাম্মদ আদনান। তিনি এর আগে ২০১৮ সালে পিটিআই থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি শহরের সিভিল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কিডনি বিক্রি করে নির্বাচনের প্রচার করতে চান প্রার্থী!
এর আগে নিহত ওই পিটিআই নেতা পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। আদনান এবারের নির্বাচনে জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির এনএ–৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি–১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরও পড়ুন: পাকিস্তানে ১৪৪ ধারা জারি
রাওয়ালপিন্ডি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, “প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে মুহাম্মদ আদনানকে হত্যা করা হয়েছে। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে আদালতের সামনে হাজির করা হবে।”
জেবি/এসবি