ধামরাইয়ে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪


ধামরাইয়ে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু
ফাইল ছবি।

ঢাকার ধামরাইয়ে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু। এবার এসএসসি পরীক্ষা ২০২৪ এ ১০ হাজার ২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে উপজেলায়। সারা দেশের ন্যায় বাংলা ১ম পত্র পরীক্ষার মাধ্যমেই শুরু হয়েছে এই পরীক্ষা।


বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ধামরাই উপজেলার পরীক্ষা কেন্দ্র গুলোতে সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত একযোগে পরীক্ষা গ্রহন চলে।


আরও পড়ুন: এবার এসএসসি পরীক্ষায় বসলো ২০ লাখ শিক্ষার্থী


উপজেলায় এবার মোটা ৯টি মূল ও ৫ টি উপ-পরীক্ষা কেন্দ্রে একযোগে ১০ হাজার ২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে জেনারেল শাখায় ৯ হাজার ২শ ৬ জন, দাখিল ও ভোকেশনাল শাখায় ৮২০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।


ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সহ ৯জন ট্যাগ অফিসার পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন। 


প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ বাহিনীর সদস্য  ও পরীক্ষা কেন্দ্রের সিকিউরিটিরা পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।


আরও পড়ুন: এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম হলেন তানজিম সর্বা


উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ধামরাইয়ে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে এসএসসি পরীক্ষা গ্রহন কার্যক্রম চলছে আমাদের মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও নকল মুক্ত রয়েছে।


আরএক্স/